মদিনার আরেক খেজুরের নাম সাফাওয়ি। দেখতে প্রায় মরিয়ম খেজুরের মত। গাঢ় বাদামি রঙের লম্বাটে। খেতে মোটামুটি মিষ্টি। সাফওয়ি খেজুর মদিনা অঞ্চলের যেকোনো অন্য অঞ্চলের খেজুরের চেয়ে বেশি ফজিলতপূর্ণ। নবী (স.) বলেন, “যে ব্যক্তি প্রতি সকালে মদিনা অঞ্চলের সাতটি খেজুর খাবেন তাকে ঐদিন সন্ধ্যা হওয়া পর্যন্ত কোন বিষ আক্রান্ত করতে পারবে না”।
আমরা আমাদের ওয়েবসাইটে আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করি। এই ওয়েবসাইটটি ব্রাউজ করে আপনি আমাদের কুকিগুলির ব্যবহারে সম্মত হন।